পরিচালকের বাণী
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
হযরত ইয়াহইয়া (আ.) মডেল মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ, প্রাণপ্রিয় ছাত্র-ছাত্রী, সম্মানিত অভিভাবক এবং শুভানুধ্যায়ীগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
২০১৯ সালে সীতাকুণ্ডের ছলিমপুরের এই সবুজ শ্যামল পরিবেশে হযরত ইয়াহইয়া (আ.) মডেল মাদ্রাসার যাত্রা শুরু হয়েছিল একটি মহৎ স্বপ্নকে ধারণ করে – দ্বীনি শিক্ষার আলোয় আলোকিত একটি আধুনিক ও বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তোলা। আজ, সেই স্বপ্ন ধীরে ধীরে বাস্তবে রূপ নিচ্ছে দেখে আমি মহান আল্লাহ্র দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি।
আমাদের মাদ্রাসা কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি একটি লালনক্ষেত্র, যেখানে আমরা আমাদের শিক্ষার্থীদের ইসলামিক মূল্যবোধের গভীরে প্রোথিত করি এবং একই সাথে আধুনিক জ্ঞান-বিজ্ঞানের দিগন্তে তাদের অবাধ বিচরণে উৎসাহিত করি। আমরা বিশ্বাস করি, এই সমন্বিত শিক্ষাই একজন শিক্ষার্থীকে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি এনে দিতে পারে।
প্লে থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত বিস্তৃত আমাদের শিক্ষাক্রম নূরানী তালীমুল কুরআন বোর্ড ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের তত্ত্বাবধানে প্রণীত, যা শিক্ষার্থীদের বয়স ও মেধার স্তর অনুযায়ী জ্ঞানার্জনে সহায়তা করে। আমাদের সুদক্ষ শিক্ষকবৃন্দ শুধু পাঠদানই করেন না, বরং তারা শিক্ষার্থীদের বন্ধু ও পথপ্রদর্শক হিসেবে তাদের সুপ্ত প্রতিভা বিকাশে নিরলসভাবে কাজ করে যান।
আমি আমাদের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাই, তোমরা জ্ঞানার্জনের পথে ক্লান্তিহীন হও। সময়ের প্রতিটি মুহূর্তকে মূল্যবান জ্ঞান অর্জনের জন্য ব্যবহার করো। শুধু পুঁথিগত বিদ্যা নয়, নৈতিকতা, সততা ও দেশপ্রেমের শিক্ষাও গ্রহণ করো। মনে রাখবে, তোমরাই আগামী দিনের কর্ণধার এবং তোমাদের হাতেই নির্মিত হবে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ।
অভিভাবকদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আপনাদের অকুণ্ঠ সমর্থন ও বিশ্বাস আমাদের পথচলার পাথেয়। আপনাদের সহযোগিতা ছাড়া এই মহৎ উদ্দেশ্য সফল করা সম্ভব নয়। আমরা বিশ্বাস করি, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টাই আমাদের শিক্ষার্থীদের একটি উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে।
পরিশেষে, আমি হযরত ইয়াহইয়া (আ.) মডেল মাদ্রাসার উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করি। আল্লাহ্ তা'আলা আমাদের সকলের প্রচেষ্টা কবুল করুন এবং এই প্রতিষ্ঠানকে দ্বীন ও মানবতার সেবায় নিয়োজিত থাকার তাওফিক দান করুন। আমিন।
শুভেচ্ছান্তে,
মুহাম্মদ শামসুল আলম
পরিচালক,
হযরত ইয়াহইয়া (আ.) মডেল মাদ্রাসা।