Hazrat Iyahiya (A.) Model Madrasah



Mawlana Touhidul Islam

সিনিয়র শিক্ষক এর বাণী

হযরত ইয়াহইয়া (আ.) মডেল মাদ্রাসায় শিক্ষক হিসেবে কাজ করতে পেরে আমি খুব খুশি। এই মাদ্রাসা শুধু পড়ার জায়গা না, এটা একটা পরিবারের মতো। এখানে আমরা ছাত্রছাত্রীদের ভালোবাসি আর তাদের জ্ঞান অর্জনে সাহায্য করি। শুধু পড়লেই হবে না, ভালো মানুষ হওয়াটাও খুব জরুরি, তাই আমরা সেই দিকেও খেয়াল রাখি।

আমরা মনে করি, সব ছাত্রছাত্রীর ভেতরেই কিছু না কিছু বিশেষ গুণ আছে। আমাদের কাজ হলো সেই গুণগুলো খুঁজে বের করা এবং তাদের ভালোভাবে তৈরি করা। আমরা চেষ্টা করি যেন ছাত্রছাত্রীরা মন দিয়ে পড়াশোনা করে আর যা শিখেছে, তা যেন জীবনে কাজে লাগাতে পারে।

আমার বিশ্বাস আছে যে সম্মানিত শিক্ষক মহোদয়গণ, ছাত্রছাত্রী আর সম্মানিত অভিভাবক মন্ডলি সবাই মিলেমিশে কাজ করলে এই মাদ্রাসা আরও অনেক ভালো করবে। আসুন, আমরা সবাই একসাথে একটা সুন্দর ভবিষ্যৎ গড়ি।

আল্লাহ্‌ আমাদের সাহায্য করুন।

শুভকামনায়

মাওলানা তাওহীদুল ইসলাম

সিনিয়র শিক্ষক,

হযরত ইয়াহইয়া (আ.) মডেল মাদ্রাসা